




#সুশান্ত নন্দী, ইসলামপুর: মিস ইউনিভার্সের স্বপ্ন নিয়ে একের পর এক ফ্যাশন শো’তে অংশ নিয়ে পুরস্কৃত হচ্ছে ইসলামপুর শহরের একরত্তি মেয়ে প্রতিমা বেহানি। ফ্যাশন শো’র পাশাপাশি সুকোকাই ক্যরাটে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া থেকে নাইনথ কিউ স্থান অর্জন করে একটি হলুদ বেল্টও পেয়েছে সে। ইসলামপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণিতে পড়ছে প্রতিমা।


বর্তমানে তার বয়স সাত বছর। স্বপ্নের জন্য তার পথ চলা শুরু হয়েছে আরও দুই-তিন বছর আগে থেকেই। ইসলামপুরের মতো ছোট একটি মহকুমা শহর থেকে এমন প্রতিভা উঠে আসায় নজর কেড়েছে সকলের। গত বছরে দিল্লি ও মোরাদাবাদে একটি অ্যাড প্রোডাকশন হাউজের ফ্যাশন শোতেও অংশগ্রহণ করে প্রতিমা।


সেখানে সে ‘বর্ষের সেরা কিডস’-এর পুরস্কার জেতে। হিন্দি সিনেমার অভিনেতা তুষার কাপুরের হাত থেকে সে সেরার পুরস্কার পায়। সেখান থেকে ফিরে বিহারের কিষানগঞ্জ জেলার একটি ফ্যাশন শোতে সেরা হাঁটার পাশাপাশি সেরা ফটোজেনিক মুখের পুরস্কার জিতে নেয়। সে একটি মুকুট এবং একটি শংসাপত্র পায়।


ওই শোতে জয়ী হওয়ার কারণে প্রতিমা সরাসরি একটি কোম্পানি আযোজিত মিস লিটল চ্যাম্প ২০২২-২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। পাটনায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সে জয়ী হয়ে মিস বিহারের খেতাব জেতে। রায়গঞ্জের বাণী ফ্যাশন সিজন সিক্সে সে অংশ নিয়ে রানার্স আপ হয়। রায়গঞ্জে মাড়োয়ারি যুব মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিমা একটি ভজন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

এছাড়াও সে মাড়োয়ারি যুব মঞ্চের পশ্চিমবঙ্গ এবং সিকিম আয়োজিত অনুষ্ঠানে সেরা রাধারাণীর খেতাব পেয়েছে। ইন্টারন্যশনাল জাপান ক্যারাটে ডো কাই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত প্রথম ন্যাশনাল ওপেন ক্যারাটে চাম্পিয়ানশিপ ২০২২ (ওমেন) প্রতিযোগিতায় গোল্ড মেডেল পায়। এই প্রতিযোগিতাটি অন্ধ্রপ্রদেশে হয়েছিল।

প্রতিমা বলে, বেলি ড্যান্সিং, বলিউড ড্যান্সিং, গান, অভিনয় এবং ক্যারাটে এসব আমার হবি। বিভিন্ন বিউটি কনটেস্টে অংশ নিয়ে পুরস্কার পেয়ে খুবই ভালো লাগে। ট্রফি, সার্টিফিকেট, মুকুট, গাউন, মেডেল পেয়েছি। আমার স্বপ্ন বড় হয়ে মিস ইউনিভার্স হওয়ার।





