




#মালবাজারঃ কে এল ও প্রধান জীবন সিংহের আত্মসমর্পনের তৎপরতা শুরু হতেই উত্তরবঙ্গে নানান বিচ্ছিন্নতা শক্তি মাথা চারা দিচ্ছে। বুধবার নাগরাকাটা ব্লকের নয়া সাইলি ৯ম জঙ্গলমহল উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বিচ্ছন্নতাবাদের বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই ধরনের বিভেদ তৈরি করে যারা বাংলা ভাগের চক্রান্তের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে তিনি আহ্বান জানান।


তিনি বলেন, জঙ্গলমহল উৎসব মতো রাজ্য সরকারের আয়োজিত উৎসব পারে মানুষের মধ্যে ঐক্যবার্তা দেবে। তিনদিন ধরে চলবে ডুয়ার্সের নাগরাকাটায় জঙ্গলমহল উৎসব। বুধবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে অনুষ্ঠানে এই মন্তব্য করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। তিনি বলেন জেলায় উন্নয়ন হচ্ছে।কোথাও কারও সমস্যা হলে প্রশাসন তার পাশে আছে। সমস্যার কথা জানাবেন।











