News Britant

বাইক চুরির ঘটনায় সাফল্য হেমতাবাদ থানার পুলিশের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হেমতাবাদ: বাইক চুরির চার দিনের মধ্যে চোরাই বাইক উদ্ধার করল হেমতাবাদ থানার পুলিশ। সুরঙ্গপুরে চোরের বাড়ির পেছনের জঙ্গল থেকে বাইক উদ্ধার করেছে পুলিশ। চোরকে জেরা করে এই চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে হেমতাবাদ থানার পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় সমাসপুর বাজার এলাকা থেকে চুরি যায় একটি বাইক। মঙ্গলবার বিকেলে সেই বাইকটিই উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চুরির ঘটনায় ধৃত সুরঙ্গপুরের বাসিন্দা সামিম আক্তারকে জিজ্ঞাসাবাদ করে এই বাইক চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে জেরা চলছে পুলিশের।

বুধবার সকালে পুনরায় ধৃত চোরকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য, বাইক চুরির ঘটনার তদন্তের স্বার্থে সামিম আক্তারকে গ্রেপ্তার করে রবিবার পুলিশি হেফাজতে নেয় হেমতাবাদ থানার পুলিশ।

Leave a Comment