News Britant

সাগর থেকে পাহাড় কর্মসূচিতে হাঁটতে হাঁটতে বসে পড়লেন অধীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের ওপর দিয়ে সাগর থেকে পাহাড় কর্মসূচি পালন করার সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ও ব্যাথায় কাহিল হয়ে রাস্তার পাশে একটি শপিং মলে গিয়ে ক্ষনিকের বিরতি নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পরে অবশ্য তাঁর কর্মসূচি সম্পন্ন করেন তিনি। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের রাস্তায় স্লোগান উঠল নফরত ছোড়ো, ভারত জোড়ো।

ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে এবং পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহায়তায় এই রাজ্যের সাগর থেকে পাহাড় পর্যন্ত শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের রাজপথে নামলেন কয়েক’শ কংগ্রেস কর্মী সমর্থক। এদিন এই জেলায় ভারত জোড়ো যাত্রার সাগর থেকে পাহাড় কর্মসূচি শুরু হয় ইটাহার থেকে।

জেলার ক্ষেত্রে এই কর্মসূচি শেষ হবে চোপড়াতে গিয়ে আগামী শুক্রবার। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, মোহিত সেনগুপ্ত, আলি ইমরান রমজ, তুষার গুহ, তিলক তীর্থ ভৌমিক, তন্ময় দত্ত সহ একাধিক নেতৃত্ব।

Leave a Comment