



#ইসলামপুর: অবশেষে নিজেদের অবস্থান বদল করল ইসলামপুরের রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। প্রশাসনের নির্দেশ মেনে ক্লাবের বেশ খানিকরা অংশ সরিয়ে নেওয়া হল। আজ সকাল থেকে সেই স্থান থেকে সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন এবিষয়ে সাংবাদিক বৈঠক করেন ক্লাবের অন্যতম সদস্য। তিনি ঘোষনা করেন, এই ক্লাবের সভাপতি শৈবাল মিত্র পদত্যাগ করেছেন গতকাল।
যার জেরে ভেঙে গিয়েছে এক্সিকিউটিভ বডি। বর্তমানে সভাপতি বা সম্পাদক নেই এই ক্লাবে। তিনি বলেন ইসলামপুর শহরের উন্নয়নের ক্ষেত্রে প্রশাসন কে সবরকম সহযোগীতা করা হবে। তারই অঙ্গ হিসেবে আজ থেকে চিহ্নিত অংশ ফাঁকা করার কাজ শুরু হয়েছে। তবে তাদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে।
কিন্তু হঠাৎ শৈবালের পদত্যাগ ঘিরে উঠছে প্রশ্ন। কেননা প্রথম পর্বে ক্লাবের জায়গা খালি করা সংক্রান্ত প্রশাসনের নির্দেশিকার চরম বিরোধীতা করেছিলেন এই শৈবাল মিত্র। তারপর আচমকা পদত্যাগ! যদিও পদত্যাগের কারন হিসেবে তার ব্যক্তিগত কারন উল্লেখ করেছে ক্লাবের বর্তমান সদস্যরা।
