



#মালবাজার: আসাম রাজ্য থেকে সুদূর বিহারের বারৌনি তেল শোধনাগার পর্যন্ত মাটির নিচ দিয়ে বয়ে গেছে অয়েল ইন্ডিয়ার পাইপ লাইন চলে গেছে।অসাম থেকে ডুয়ার্স হয়ে বহু নদী, চাবাগান, জনপদের মাটির নিচ পাইপের মাধ্যমে অশোধিত জ্বালানি তেল প্রতিনিয়ত বয়ে যায়। মাঝেমধ্যে অসাধু লোকজন পাইপ ফুটো করে তেল চুরি করে। আবার কখনো তেল লিক হয়ে বিপদ ডেকে আনে আশেপাশের জনবসতি এলাকায়।
কিভাবে এই রাস্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে সেনিয়ে বৃহস্পতিবার মাল ব্লকের ওদলাবাড়ি চেল কলোনিতে অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে এক সতর্কতা ও সচেতনতা শিবির করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন অয়েল ইন্ডিয়ার পাইপ লাইন ডিভিশনের ৮ নম্বর পাম্প স্টেশনের অপারেশন ম্যানেজার সিত্রা মোহন বরা।ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমিতা ঘোষ, দমকল ও পুলিশের আধিকারিকেরা। ওদলাবাড়ি শহরের চেল কলোনি, বিধান পল্লী সহ একাধিক বসতি এলাকার মাটির নিচ দিয়ে পাইপ লাইন বয়ে গেছে।
তাই এদিন মানুষকে সচেতন করতে শিবির করা হয়। অপারেশন ম্যানেজার শ্রী বরা বলেন, পাইপ লাইন সম্পুর্ন রাস্ট্রীয় সম্পদ। এটাকে রক্ষা করার জন্য মানুষকে সচেতন করতে আমাদের আজ এক মক ডিল কর্মসূচি করা চলছে। পাইপ লাইনের মাঝে মধ্যে লিক হয়। গ্যাস ও তেল বেরিয়ে আগুন লাগতে পারে। আগুন লাগলে পরিবেশ ও জনজীবনে ক্ষতি হতে পারে। সেজন্য যখনি লিকেজের ঘটনা কেউ দেখবেন তখনই আমাদের টোল ফ্রি নম্বরে ফোন করবেন।
আমরা ব্যবস্থা নেব। এছাড়াও তেল চুরি হয়। সেরকম দেখলে দ্রুত খবর দেবেন। পাইপ লাইনের উপর বাড়িঘর, দোকান বানাবেন না ও ভারি যানবাহন চালাবেন না। এতে পাইপ লাইন ড্যামেজ হতে পারে। এদিন শিবিরে স্থানীয় বহু মানুষ যোগ দেন।
