



#মালবাজার: বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে মাল মহকুমা এলাকায় একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভার্চুয়াল উদ্বোধন হতেই রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক সশরীরে মাল মহকুমা হাসপাতালে প্রদীপ জ্বালিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে হাইব্রিড সিসিইউ ইউনিটের উদ্বোধন করেন।
এদিন অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পীয়ুস ভাগনরাও সালুংখে, মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, মাল সুপার প্রিয়াঙ্কু জানা,ডেপুটি এসিএমওএইচ ত্রিদিপ দাস, তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ প্রমুখ। উদ্বোধন করে মন্ত্রী শ্রী চিকবরাইক বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মানুষের পরিসেবা দেওয়ার জন্য সর্বদা উদ্যোগ নিয়ে চলছেন। আজ হাসিমারা থেকে এই মুখ্যমন্ত্রী নিজে এই হাইব্রিড সিসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন।
এখানে ২২ টি শয্যা আছে। শুধ মাল মহকুমা নয়, এই হাসপাতাল ও হাইব্রিড সিসিইউ ইউনিট দ্বারা পাশের কালিম্পং জেলার গরুবাথান ব্লক সহ অন্যান্য এলাকার মানুষ উপকৃত হবে। মেডিকেল সুপার শ্রী জানা বলেন, অত্যাধুনিক এই ইউনিটের পরিসেবা সবাই পাবেন। এদিন এছাড়াও মাল, মেটেলি ও নাগরাকাটা ব্লকে একাধিক রাস্তা, জল প্রকল্প, ক্রেজ হাউস, হেলথ সাব সেন্টার সহ বহু প্রকল্পের উদ্বোধন করেন এবং একাধিক কাজের শিলান্যাস করেন।
