



#সুমন রায়, রায়গঞ্জঃ বোমাকে বল ভেবে পকেটে ভরতেই বোমা ফেটে গুরুতর জখম হলো তিন শিশু। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পাতনোর এলাকায়। আহতরা হলো রবি ঋষি (১০),সনু ঋষি (৫) ও বিকাশ ঋষি (৪)। ওই তিন শিশু আপাতত রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন।বৃহস্পতিবার দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশেই অবস্থিত একটি বাঁশ বাগানে খড়ি কুড়াচ্ছিলো। সেখানে একটি তাজা বোমা তাঁরা দেখতে পায়, আর সেই তাজা বোমাকে বল ভেবে পকেটে ভরতেই বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণের ঘটনায় তিন জনই জখম হলেও রবি ঋষি গুরুতর জখম হয়। প্রথমে আহত তিন শিশুকে করণদীঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় পরে তাদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করা হয়।এই বিস্ফোরণের ঘটনা নিয়ে আহতদের ঠাকুমা চুকিয়া ঋষি জানান,তাঁর তিন নাতি বাড়ির পাশেই বাঁশ বাগানে খড়ি কুড়াচ্ছিলো হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায় সে। এরপরই এলাকার প্রতিবেশী এবং বাড়ির লোক গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই শিশু।
অন্যদিকে এই ঘটনায় আহত রবি ঋষি জানায়, বাঁশ বাগানে একটি বোমা পড়েছিলো তা হাত দিয়ে ধরতেই ফেটে যায়। যদিও এই ঘটনা নিয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বেশি কিছু বলতে চাননি তবে কিভাবে ওই তিন শিশু জখম হলো সেই সমস্ত বিষয় তদন্ত করা দেখা হচ্ছে বলে তিনি জানান। তবে পুলিশ প্রশাসন এই ঘটনার বিষয় নিয়ে সেভাবে কিছু না বলতে চাইলেও মুখ্যমন্ত্রী বারবার বোমা, বারুদ, গুলি উদ্ধারের যে নির্দেশ পুলিস প্রশাসনকে দিয়েছেন তা যে শুধু কথার কথাই তা আজ ডালখোলার ঘটনায় আরও একবার প্রমানিত হলো।
