



#সুমন রায়, রায়গঞ্জঃ ডালখোলায় বোমা ফেটে গুরুতর জখম তিন শিশুকে দেখতে রায়গঞ্জ মেডিকেলে গেলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সন্ধ্যায় তিনি রায়গঞ্জ মেডিকেলে জখম শিশুদের সাথে দেখা করেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। বোমা ফেটে তিন শিশুর আহত হওয়ার ঘটনায় এদিন তিনি শাসক দলকে আক্রমণ করেন।
তিনি বলেন, সারা বাংলা বোমা শিল্পে পরিণত হয়েছে। মাঝে মাঝে এধরনের ঘটনা বাংলা জুড়ে ঘটছে। আর যে ঘটনা আজ ডালখোলায় ঘটেছে তাঁর পেছেনে শাসক দলের হার্মাদ বাহিনীরা রয়েছে বলে তিনি জানান।তবে অবশ্যই এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি জানান।
অন্যদিকে জখম শিশুদের দেখতে এদিন রায়গঞ্জ মেডিকেলে আসেন রায়গঞ্জের পুরপ্রশাসক তথা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস। শিশুদের দেখতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই শিশুদের আহত হওয়ার কারন নিয়ে তিনি স্পষ্ট ভাবে কিছু না বললেও সমস্ত ঘটনাটি পুলিস তদন্ত করে দেখছে বলে জানান তিনি। এছাড়া জখম শিশুদের পরিবারের পাশে তিনি ও সরকার সবসময় রয়েছে বলে জানান।
