News Britant

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত দুজন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: উত্তর  দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত সাধিপুর মোড় জাতীয় সড়কের উপড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত ২  জন।  ঘটনায় উত্তেজনক ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডালখোলা থেকে রায়গঞ্জ এর  দিকে একটি পিক আপ ভ্যান  যাচ্ছিলো, অন্যদিকে টুঙ্গী দিঘী থেকে  করণদিঘি  আসছিল একটি ছোট চার চাকার গাড়ি।
সাধিপুর মোড় এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট চার চাকার গাড়িটিতে টুঙ্গিদিঘী থেকে রোগী নিয়ে যাওয়া  হচ্ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। এবং টুঙ্গিদিঘী  ট্রাফিক পুলিশ।

Leave a Comment