




#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অবশেষে সফল হল জয়ীর জয় করার লক্ষ্য। গ্যাংটক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুযোগ পেল রায়গঞ্জের প্রযোজক গোপাল চন্দ্র অধিকারীর বাংলা সিনেমা জয়ী। রায়গঞ্জে শ্যুটিং চলাকালীন গোপাল বাবু জানিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলার প্রযোজক গোপাল চন্দ্র অধিকারী রায়গঞ্জেই শুরু করেন বাংলা চলচ্চিত্রের শুটিং। তিনি জানান, এই সিনেমায় ৩টি গল্প একসাথে গল্পের মত মালার আকারে সাজানো হয়েছে।


এতে যেমন কোলকাতা থেকে টালিগঞ্জের কলা কুশলীরা অংশ নিয়েছেন, তেমনি মধ্যপ্রদেশের শিল্পীও অংশ নিয়েছিলেন। এর শুট হয়েছে রায়গঞ্জ, দুধিয়া, দার্জিলিং, রানীগঞ্জ, আসানসোল, কোলকাতার উত্তরপাড়ায়। এদিন রায়গঞ্জ দোস্তি মোড় এলাকায় অবস্থিত গোপাল বাবু গিয়ে জানা গেল, উনি জলপাইগুড়িতে রয়েছেন। সেখান থেকেই ফোনে বললেন, জয়ী নামক এই ছবিটি ৩ টি ছোট গল্পের এক মালা। তিনটে জীবনের বেঁচে থাকার লড়াইকে চলচ্চিত্রে ফুটিয়ে তুলছেন ছবির পরিচালক দেবব্রত ভৌমিক। গোপাল বাবু, নিজের সুবিশাল বাড়িকেই শুটিংয়ের জন্য ব্যবহার করেছেন।


তিনি জানান, কমপক্ষে ২০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা, এই আন্তর্জাতিক মানের ছবিতে তিনি শহর এবং শহরতলীর বহু শিল্পীদের পারিশ্রমিক দিয়ে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন কালিয়াগঞ্জের খুদে শিল্পী শিবরঞ্জনী বন্দ্যোপাধয়ায় সহ প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু, মধ্যপ্রদেশের শিল্পী সঞ্জয় মহানন্দ প্রমুখ। আগামীকাল থেকে গ্যাংটকে শুরু হচ্ছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রায়গঞ্জ শহরে শুটিং হওয়া একটি সিনেমার অভিনেত্রী ডাগর টুডু এর আগে পেয়েছিল দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার।


তারও আগে রায়গঞ্জে শ্যুট হওয়া ছবি চরাচর পেয়েছিল আন্তর্জাতিক খ্যাতি। তেমনি গ্যাংটক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পেয়ে এই চলচ্চিত্রে রায়গঞ্জ পেল আন্তর্জাতিক খ্যাতি। এখন দেখার, এই বাংলা সিনেমা কতগুলো পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে, সেদিকই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।







