News Britant

প্রত্যন্ত তুরুবাড়ি বস্তিতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ মার্তৃসংঘ জনকল্যাণ আশ্রমের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ গত কয়েকদিন যাবৎ ডুয়ার্স জুড়ে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। এক দিকে কুয়াশা অন্য দিকে হাড় কাপানো শীতে নাজাহাল সাধারণ মানুষ। তবে বেশি সমস্যায় চাবাগান ও বস্তি এলাকার  গরীব মানুষগুলো। চাবাগানে চা শ্রমিকদের অবস্থা আরো খারাপ। তাই চা শ্রমিক দের পাশে দাড়ালো মালবাজারের মাতৃসঙ্ঘ জনকল্যাণ আশ্রম। এদিন ওদলাবাড়ির তুড়িবাড়ি ও মানাবাড়ি চা-বাগান এলাকায় প্রায় ১৫০ জন চা শ্রমিক পরিবারের শিশুদের শীত বস্ত্র দেওয়া হয়।পাশাপাশি পরিবারগুলিকে  কম্বল দেওয়া হয়।
শনিবার মাল শহর মাতৃসঙ্ঘ জনকল্যাণ আশ্রমের পক্ষ থেকে গৌরী ঘোষ, বিষ্ণু লোহার, সুজাতা দে সহ কয়েকজন  আশ্রমের প্রতিষ্ঠাতা  শ্রী সুদীন কুমার মিত্রর স্বরণে  মাল ব্লকের তুরী  বাড়ি বস্তি ও মানাবাড়ি চাবাগানে যান।সেখানে ১০০  জন দুঃস্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।  পাশাপাশি  ১৫০ জন শিশুর হাতে জামাকাপড়  তুলে দেওয়া হয়। শীতের সময় কম্বল এবং বস্ত্র পেয়ে খুশি গরীব চা শ্রমিকেরা।

Leave a Comment