






শনিবার মাল শহর মাতৃসঙ্ঘ জনকল্যাণ আশ্রমের পক্ষ থেকে গৌরী ঘোষ, বিষ্ণু লোহার, সুজাতা দে সহ কয়েকজন আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী সুদীন কুমার মিত্রর স্বরণে মাল ব্লকের তুরী বাড়ি বস্তি ও মানাবাড়ি চাবাগানে যান।সেখানে ১০০ জন দুঃস্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ১৫০ জন শিশুর হাতে জামাকাপড় তুলে দেওয়া হয়। শীতের সময় কম্বল এবং বস্ত্র পেয়ে খুশি গরীব চা শ্রমিকেরা।





















