News Britant

পুলিশের উদ্যোগে গাড়ি চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চাশমা দান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মাল ব্লকের ওদলাবাড়ি মারুতি স্ট্যান্ডে মালবাজার পুলিশের সহযোগিতায় সিডিএইচআই-এর দ্বারা একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো রবিবার। ওদলাবাড়ি ছোট গাড়ির স্ট্যান্ডে এই নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হয়। এদিন গাড়ি চালকদের বিনা মুল্যে চোখ পরিক্ষা হয়। এরপর যাদের চশমার দরকার তাদের চোখ পরিক্ষা করে চশমা দেওয়া হয়।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক রবিন থাপা, মাল ট্রাফিকের ওসি দেবজিৎ বোস, সিডিএইচআই প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুব্রত মজুমদার, ট্রাফিক পুলিশ অফিসার ফারুক আলম প্রমুখ। ক্যাম্পে ৭০ জনের বেশি চালকের চক্ষু পরীক্ষা করা হয় এবং এর মধ্যে অনেক চালককে বিনামূল্যে চশমাও দেওয়া হয়।
ট্রাফিক ওসি দেবজিৎ বসু বলেন, গাড়ি চালক দের চোখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে চোখের সমস্যা ভোগেন। ব্যাস্ততার জন্যে ডাক্তার দেখাতে পারেন না। তাদের জন্য সিডিএইচআই এর উদ্যোগে এই শিবির করা হয়েছে। 

Leave a Comment