



#মালবাজার রাতে আচমকাই বাড়ির সামনে রাখা ছোট গাড়িতে ধরে গেল আগুন। এতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি দীঘির পার এলাকায়। জানাগেছে, অন্যান্য দিনের মতো বাতাবাড়ি দীঘিরপার এলাকার বাসিন্দা পিন্টু সরকার বাড়ির সামনে রেখে ভিতরে যান।


কিছুক্ষণ পরে বাড়ির লোকজন দেখতে পায় গাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। বাইরে এসে দেখেন গাড়িতে আগুন ধরে জ্বলছে। এরপর চিৎকার চেচামেচি করে আশেপাশের লোক জোগাড় করে আগুন নেভাতে চেষ্টা করে।


খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কি কারণে আগুন লাগলো তা কেউ বলতে পারেনি। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জন্য আগুন লেগে থাকতে পারে।









