




#ইসলামপুরঃ বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি বা খোয়া যাওয়ার অভিযোগ এর ভিত্তিতে খোঁজ চালিয়ে সেই সব খোয়া যাওয়া মোবাইল ফোন প্রাপকদের হাতে তুলে দিল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। সোমবার ইসলামপুর থানা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রাপকদের ডেকে তাদের খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গেছে এই দিন মোট ২৫ টি ফোন ফেরত দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার দেবাশীষ রায়, ইসলামপুর থানার আইসি সৌমিক চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে খোয়া যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি প্রাপকেরা এবং পুলিশ জেলার পুলিশকে ধন্যবাদ জানায় তারা।












