




#ইসলামপুর: পোস্ট অফিসের ভেতরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। এদিন গভীর রাতে পোস্ট অফিস ভবনের জানালা কেটে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা। প্রথমে চলে যায় ট্রেজারি বিভাগে। সেখানে ভল্ট ভাঙ্গার চেষ্টা করা হয় ভল্ট ভাঙতে না পেরে বাইরে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।


পোস্ট অফিসে নৈশপ্রহরী থাকলেও তাকে একটি ঘরে আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও সার্কেল ইন্সপেক্টরের ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করা হয়। বুধবার সকালে ঘটনার কথা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসেন পোস্টমাস্টার সহ দফতরের কর্মীরা। পুলিশকে খবর দেওয়া হয়।


ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নৈশপ্রহরী থাকার পরেও কিভাবে তার অলক্ষ্যে দুষ্কৃতীরা ভেতরে ঢুকলো তানিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করছে। ঠিক কত টাকা খোয়া গিয়েছে তার হিসেব করে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।









