




#ইসলামপুর: রাত পোহালেই ২৬শে জানুয়ারি। দিনটি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ সাধারণতন্ত্র দিবস হিসেবেই পরিচিত। যাকে ঘিরে শুরু হয়েছে নানান অনুষ্ঠানের প্রস্তুতি। এই উপলক্ষে রাজ্য দমকল বিভাগের অধীনে ইসলামপুর শাখার পক্ষ থেকে বিশেষ কলাকার্য অনুষ্ঠানের আয়োজন হবে ২৬ শে জানুয়ারির দিন। সেই উপলক্ষে একটি বিশেষ মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হল ইসলামপুর হাই স্কুল ময়দানে।


মহকুমা ক্রীড়া সংস্থার উচু ভবন থেকে এই মহড়া দেখানো হবে ইসলামপুর ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে। দমকল আধিকারিক অপূর্ব কুমার দাস জানান যদি উঁচু বিল্ডিংয়ে কেউ আটকে গিয়ে থাকে তাকে নামানোর বিশেষ পদ্ধতি দেখানো হবে কিভাবে সিঁড়ি ছাড়াই নামানো হচ্ছে তাই করে দেখানো হবে। এই মহড়া ঘিরে বেশ উৎসাহিত দমকল কর্মীরা।











