




#ইসলামপুর: আজ জাতীয় ভোটার দিবস সেই উপলক্ষে ইসলামপুরে নতুন ভোটারদের হাতে সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হলো। এই দিন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর বিবেকানন্দ সভাগৃহ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিচয় পত্র গুলো তুলে দেওয়া হলো।


পাশাপশি এই অনুষ্ঠান থেকে বুথ লেভেল অফিসারদের ভালো কাজের জন্য স্মারক তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকশন ওসি আরিকুল ইসলাম সহ অন্যান্য অধিকারিকরা। এই বিষয়ে আরিকুল ইসলাম বলেন, আজকের যারা নতুন ভোটার তারা আগামী দিনের দেশ চালাবে। তাই নতুন ভোটারদের আজ সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হলো।











