



#মালবাজার: বুধবার সকাল ১০টায় মাল বিডিও অফিস সংলগ্ন মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে ওয়েব এন্ড ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অত্যাধুনিক এই প্রদর্শনী উপভোগ করলো স্থানীয় মানুষ ও স্কুল পড়ুয়ারা। এদিন সেনাবাহিনী সহ আধা সেনাবাহিনী যারা যুদ্ধে অংশ গ্রহণ করে।


তারা এই প্রদর্শনীতে অংশ নিয়ে এদিন বোফর্স কামান, ট্যাংক, রকেট লাঞ্চার সহ বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করেন। এন সি সি সহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন। প্রতিটি সমরাস্ত্রের নাম পরিচয় জানান সেনা জোয়ানরা। কিভাবে সেসব ব্যবহার করা হয় তা বুঝিয়ে বলেন।











