




#ইসলামপুরঃ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার ২৬শে জানুয়ারী বামফ্রন্টের শাখা সংগঠন সারা ভারত সংযুক্ত কিষাণ সভার ডাকে ইসলামপুর শহরে এক ট্রাক্টর রেলির আয়োজন করা হয়। এদিন শ্রীকৃষ্ণপুর সংলগ্ন বাইপাস থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে ইসলামপুর কৃষক বাজারে পৌঁছায় র্যালিটি। সেখানে একটি জন সভা অনুষ্ঠিত হয়।


এদিন সভা থেকে কৃষক দের প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলে অভিযোগ করে সংগঠনের নেতৃত্বরা। ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন চালু দাবিতে এবং স্যারের কালাবাজারির বিরুদ্ধে এবং দেশের সংবিধান রক্ষার শপথে তাদের এই কর্মসূচি সংগঠিত করা হয়েছে বলেও জানা তারা।


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য আব্দুল করিম, পবন যাদব, বিকাশ দাস। বিষ্ণু পদ দাস, বাজিল আখতার, আফজাল হোসেন, পঙ্কজ সিনহা, মুক্তার ফাহিম, গৌতম বর্মন, সমী খান, মনোরঞ্জন দাস, বাপান পাল, ইকবাল মুহাম্মদ, পরিতোষ রায় সহ একাধিক নেতৃত্ব।









