News Britant

সরস্বতীপূজা ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাড়তি উদ্দিপনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: করোনা অতিমারী কাটিয়ে সারম্বরেই পালিত হয়েছে বাগদেবী মা সরস্বতীর পুজো। দুই বছর পর ফের সমহিমায় ফিরলো সরস্বতী পুজোর আনন্দের ধারা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। আজ সকাল থেকেই মালবাজার শহর সহ সমগ্র ব্লকের স্কুল কলেজে পুজোর আয়োজনে পড়ুয়াদের ব্যস্ততা ছিলো যথেষ্ট লক্ষ্যণীয়।
পড়ুয়াদের সাথে পুজোর আয়োজনে হাত মেলান শিক্ষক শিক্ষিকারাও। এদিন স্কুল কলেজের মেয়ে পড়ুয়াদের শাড়ি পরে আসতে দেখা যায়। অনেক স্কুল ও মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে খিচুড়ি খাবার বাবস্থা করা হয়। এদিন শহরের আদর্শ বিদ্যা ভবন, সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়, সিজার স্কুল, সহ অন্যান্য স্কুল ও কলেজে সারম্বরে সরস্বতী পুজোর আয়োজন করতে দেখা যায়।
শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় আদর্শ বিদ্যাভবনে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের তরফে বিভিন্ন বিষয়ের ওপরে এক্সিবিশন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মাল উদ্যানে এদিন যুবক-যুবতীদের ভিড় ছিল নজরকারা। স্কুল কলেজের পড়ুয়ারা মালবাজার উদ্যানে এসে ভিড় করে। উদ্যান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই বছর উদ্যানের যেভাবে বাড়ছে তাতে বিগত বছরের টিকিট বিক্রির আয়কেও ছাপিয়ে যাবে বলেই মনে হচ্ছে।
কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মালবাজার থানার পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। এদিন মাল উদ্যানের সামনে গিয়ে দেখা গেল লাইনে দাঁড়িয়ে যুবক যুবতীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছেন। উদ্যানের সামনে থাকা ৩১ নং জাতীয় সড়ক মানুষের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছ। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাল কলোনির মাঠে মহকুমা স্তরের অনুষ্ঠান সারম্বরে পালিত হয়।
সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মাল মহকুমা শাসক পিষুস ভাগনরাও সালুংখে। তারপর তিনি কুচকাওয়াযে অংশ নিয়ে অভিবাদন গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা সহ ৪ ব্লকের বিভিন্ন আধিকারিকেরা। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও নানান সংস্থার সদস্যরা ড্রিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে বিভিন্ন বিভাগের কৃতিদের সন্মানিত করা হয়।

Leave a Comment