News Britant

পড়ুয়াদের মোবাইল আসক্তি রুখতে সরস্বতী পুজোয় কুনোর হাই স্কুলের অভিনব উদ্যোগ 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ স্কুলের কিছু সহপাঠী প্রায়দিনই লুকিয়ে লুকিয়ে স্মার্টফোন নিয়ে আসে স্কুলে।  ফলে তাদের  পড়াশোনার পাশাপাশি ক্ষতি হচ্ছে বহু পড়ুয়ার পড়াশোনা। আর এতে ভেঙে যাচ্ছে স্কুলের স্বাভাবিক পরিবেশ। এতেই মন খারাপ স্কুলের বেশিরভাগ পড়ুয়াদের। তাই এবার এগিয়ে এল অধিকাংশ পড়ুয়া। সরস্বতী পুজোয় থিম হিসেবে তুলে ধরলো মোবাইলের সুফল ও কুফল। বৃহস্পতিবার এমন উদ্যোগ নিতে দেখা গেল কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কালীচরণ হাই স্কুলের সরস্বতী পুজো প্যান্ডেলে।
জানা গেছে,  বেশ কয়েকদিন ধরে দিনরাত এক করে এমন পুজোর থিম বানিয়েছে প্রণব সরকার, রানা রায়, রোহিত রায়, হিরন্ময় সরকার, ধনশ্রী সরকার, কৃষ্ণা প্রামাণিক, সুদীপ্তা সরকারের মত পড়ুয়ারা। তাদের পক্ষে সুদীপ্তা সরকার বলে, আমরা স্মার্টফোনের ফোনের প্রতি বহু পড়ুয়ার অস্বাভাবিক আকর্ষণ দেখছি।এতে সামগ্রিক ভাবে সমাজের অবনতি ঘটেছে। তাই সকল পড়ুয়া ও অভিভাবকদের সচেতন করতে এমন ভাবনায় সরস্বতী পুজো করছি।
স্কুলের পড়ুয়াদের এমন সচেতনতা মূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক  মনোজ কুমার সরকার। তার দাবি এমন উদ্যোগ নিলে আমরা স্কুলের পড়ুয়াদের মোবাইল ফোনে সময় নষ্ট করা থেকে বাচাতে পারব। স্কুল ছুট কমবে। তিনি বলেন, পড়াশোনার আগ্রহ কমে যাওয়ায়, শিক্ষিত ছেলেমেয়ে না হয়ে অশিক্ষিত হয়ে পড়ছে। এতে অদক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে, যা আর্থ সামাজিক ভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে। তাই ওরা যখন এমন থিম করবে বলে জানালো, বাঁধা দিইনি।
এমন উদ্যোগে সকলের সচেতনতা বৃদ্ধি পাবে। কুনোর গ্রামের এই স্কুলটির পুজোকে ঘিরে প্রতিবছরই ভিড় জমান এলাকার বহু সাধারণ মানুষ। স্কুলের শিক্ষক পিন্টু বসাকের নেতৃত্বে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে এই অনবদ্য উদ্যোগ নিয়েছে, তাতে পড়ুয়ারাই লাভবান হবে বলে বিশ্বাস এলাকাবাসীর।

Leave a Comment