




#নিউজ বৃত্তান্তঃ বিভিন্ন বিদ্যালয়ের গুলিতে মিড ডে মিলে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্যের পরিমাণ বৃদ্ধি করা হলো স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। ২০২৩ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মিড ডে মিলে নতুন মেনু নির্ধারিত হয়েছে। আর সেই মেনুতে পড়ুয়ারা পাবে ফল, ডিম, মাংস। এই মাসের ৯ তারিখ থেকেই এই নতুন মেনু অনুযায়ী পড়ুয়াদের খাবার দেওয়া হচ্ছে।


তাই এখন শুধু ডাল, ভাত আর সয়াবিন নয়। সপ্তাহে একদিন করে ডিম, মাংস এবং মরসুমী ফল পাচ্ছে পড়ুয়ারা। সূত্রের খবর অনুযায়ী, সপ্তাহে পড়ুয়া পিছু কুড়ি টাকা করে বরাদ্দ হয়েছে। বর্তমান বাজার দরে এই টাকায় ডিম মাংস ফল কিভাবে খাওয়ানো সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে।











