News Britant

বাবার জন্মদিনে মেয়ের উপহার, দান করল চুল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের  পশ্চিম বীরনগরের বাসিন্দা উৎপল সেনের আজ ৫৩ তম জন্মদিন। সেই জন্মদিনে তিনি বড় মেয়ের থেকে পেলেন এক বড় মানবিক উপহার। ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের মাথার চুল কেটে উষসী তুলে দিল তার বাবার হাতে। আধুনিক ডিজিটাল সমাজে সবাই যখন সহমর্মি মানসিকতাকে ক্রমশ হারিয়ে ফেলছে, তখন মেয়ে উষসীর এই সহমর্মিতা যুক্ত মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন উষসীর বাবা উৎপল সেন, মা শর্মিলা বসাকও।
জানা গেছে, রায়গঞ্জ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী উষসী বহুদিন ধরেই বাবা, মায়ের কাছে ক্যান্সার আক্রান্ত মানুষদের চুল পড়ে যাওয়ার কথা শুনেছে। তাদের মানবিক কষ্টের কথা শুনে সে নিজেকে তৈরি করেছে ও সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সার আক্রান্তদের জন্য চুল করার। একাজে তা্কে সর্বত ভাবে সহয়তা করেছে মা শর্মিলা বসাক। এদিন দুপুরে চুল দান করে  উষসী বলে, শুনেছি কেমোথেরাপি নিলে ক্যান্সার আক্রান্তদের চুল উঠে যায়।
তাই বাবার জন্মদিনকে সামনে রেখে চুল বড় করেছি। আজ বাবার জন্মদিনে চুল দান করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি চাই, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এমন কাজে এগিয়ে আসুক। এদিকে বড় মেয়ের কাছ থেকে এমন উপহার পেয়ে ভীষণ খুশি উষসীর বাবা উৎপল সেন।
তিনি আবেগ চেপে রেখে বলেন, মেয়ে উষসী ছোট থেকেই ভীষণ মানবিক গুন সম্পন্ন। ও আজ আমার জন্মদিনে এত বড় একটা কাজ করছে দেখে খুব ভালো লাগছে। বড় দিদির এমন কর্মকাণ্ড দেখে আজ আবেগপ্রবণ হয়ে পড়েছে উষসীর বোন সৃষ্টি সেনও। চুল বড় হলে আগামীতে সেও এমন দান করতে চায় বলে জানায় সে।

Leave a Comment