



#মালবাজার: গভীর রাতে বিয়ে করে বরযাত্রী নিয়ে একটি বোলেরো গাড়ি করে ডুয়ার্সের বানারহাট হাট থেকে শিলিগুড়ি চম্পাসারি এলাকায় ফিরছিলো। পথে বাঁঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়লো পাহাড়ি নদীতে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু ঘটছে ৪ জনের জখম হয়েছে ৫ জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার সীমানায় কালিম্পং জেলার অন্তর্গত রুংটুং ঝোড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


মৃতদের নাম তিলক মন্ডল (৩৪), বাড়ি উত্তর ২৪ পরগণা, সাহিল শেক(২৩), বাড়ি শিলিগুড়ি, শুক্লা কুন্ডু (৫৭) বাড়ি শিলিগুড়ি, সুশান্ত সুত্রধর (৩৮), বাড়ি কলকাতা। আহতদের মধ্যে হয়েছেন প্রতাপ গুপ্তা(৩৮),পুনম ওঁরাও(২৬),নিখিল কর্মকার (৪১), রাজেশ এক্কা (৩৫) ও রাজু শেক(২৬)। পুলিশ ও মৃতদের পরিবার সুত্রে জানাগেছে, রাজেশ বাবুর বিয়ে উপলক্ষে শুক্রবার শিলিগুড়ি চম্পাসারি এলাকা থেকে একটি বোলেরো গাড়ি করে ডুয়ার্সের বানারহাট এলাকায় গিয়েছিল।


রাতে বিয়ে শেষে রাজেশ বাবু বউ ও বরযাত্রী নিয়ে শিলিগুড়ি চম্পাসারি অভিমুখে ফিরছিলেন। পথে মাল ব্লকের এলেন বাড়ি পেরিয়ে কালিম্পং জেলার প্রবেশ মুখে আচমকা একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ঝোড়ার মধ্যে উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। খবর ঘটনাস্থলে ছুটে আসে কালিম্পং জেলার মংপং ফাড়ি ও মাল থানার এলেনবাড়ি ক্যাম্পের পুলিশ।


ছুটে আসে আশ পাশের লোকজন। তারাই উদ্ধার করে দ্রুত ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসে।সেখানে ডাক্তার দুইজনকে মৃত বলে ঘোষণা করে। বাকি দের উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয় বলে জানাগেছে। বাকিদের চিকিৎসা চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছাঁয়া নেমে আসে।







