News Britant

বাংলো থেকে আটক চিতাবাঘ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: চাবাগানে ম্যানেজারের বাংলো এলাকা থেকে ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘ উদ্ধার করলো বনকর্মীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটে মাল ব্লকের বাগরাকোট চাবাগানে। জানাগেছে, এদিন সকালে ওই চাবাগানে সিনিয়র সহকারী ম্যানেজার রতন বনিকের বাংলোর পাসে আবাদি এলাকায় দেখা যায়। পরে সেটি ম্যানেজারের বাংলো সংলগ্ন একটি ঝোপে আশ্রয় নেয়।
সকালে চিতাবাঘ দেখে চাবাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে ভীড় করে। খবর পেয়ে রেঞ্জার দিপেন সুব্বার নেতৃত্বে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মী ও চেল রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভীড় সরিয়ে দেয়। জলপাইগুড়ি থেকে আসেন এডিএফও রিয়া গাঙ্গুলি সহ ট্রাঙ্কুইলাইজার টিম। তারা ওই এলাকা জাল দিয়ে ঘিরে অবশেষে ট্রাঙ্কুইলাইজিং করে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।
সিনিয়র সহকারী ম্যানেজার শ্রী বনিক বলেন, এমনিতেই চাবাগানে চিতাবাঘের উপদ্রব আছে। এই চিতাবাঘটিকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল। আজ সকালে বাংলোর পাশে ঝোপে বসে ছিল। বনকর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে। মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, ওটি পুরুষ ও আনুমানিক ৫ বছর বয়সী হবে। ওর পায়ে জখম আছে বলে সেটিকে লাটাগুড়ি এনআইসিতে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পর সুস্থ হলে আবার বনে ছেড়ে দেওয়া হবে।

Leave a Comment