




#মালবাজার: ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠিত “পরীক্ষা পে চর্চা ২০২৩” কর্মসূচিতে এদিন মাল শহরের ইংরেজি মাধ্যমের স্কুল সিজার স্কুলে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডাঃ জয়ন্ত রায়। এদিন সকালে ভার্চুয়াল মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী রাজধানী দিল্লি থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


সিজার স্কুলের ছাত্র ছাত্রীরা ভার্চুয়াল মোডে পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রশ্নত্তর পর্বে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। মনোযোগ সহযোগে প্রধানমন্ত্রীর আলোচনা শোনেন ছাত্র ছাত্রী সহ সাংসদ এবং বিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সাংসদ ডাঃ জয়ন্ত রায় বলেন, “বার্ষিক পরীক্ষার পূর্বে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ, চাপমুক্ত ভাবে পরীক্ষার প্রস্তুতি এবং অভিভাবকদের করণীয় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেন প্রধানমন্ত্রী”।


অপরদিকে সিজার স্কুলের প্রিন্সিপাল দিলীপ সরকার বলেন, “ষষ্ঠ বর্ষের সিবিএসসি ছাত্র ছাত্রীদের নিয়ে এদিনের অনুষ্ঠান। পরীক্ষার পূর্বে ছাত্র ছাত্রীদের ভীতি ও অতিরিক্ত মানসিক চাপ কাটাতেই এই ধরণের কর্মসূচি গৃহীত হয়ে আসছে”। শিক্ষাঙ্গনের চূড়ান্ত পর্বের পরীক্ষার পূর্বে এদিনের আলোচনায় ছাত্র ছাত্রীরা খুবই উপকৃত হলেন বলেই মত উপস্থিত ছাত্র ছাত্রীদের।


প্রধানমন্ত্রীর কাছ থেকে পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা শুনে উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে সায়নি ঘোষ, মুক্তার আলী, অভিষেক যাদব, ঈশিকা দাস প্রমূখ বলেন, “আমাদের কর্মপন্থা প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী যা বললেন তা সঠিকভাবে বাস্তবায়ন করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই”।







