News Britant

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, তৃণমূল ছাত্র নেতার মৃত্যুতে তীব্র উত্তেজনা রায়গঞ্জ মেডিক্যালে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ শনিবার ভোরের দিকে নিজের উকিলপাড়ার বাড়িতে অসুস্থ বোধ করায়, মা কে বাইকে বসিয়ে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দিকে রওনা দেয় বছর ২২ এর যুবক রুবাই রজক। কিন্তু তার আর ফেরা হল বাড়ি। রুবাই রজকের পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি হলেও অক্সিজেনের অভাব ও কোনো রকম চিকিৎসা পরিষেবা ছাড়াই সকাল সাড়ে ৬টা নাগাদ পড়ে গিয়ে মৃত্যু হয় রুবাইয়ের।
অভিযোগ, এই সময় রুবাইকে ধরে বেডে নিয়ে যেতেও সাহায্য করে নি হাসপাতালের কোনো কর্মী। পরিবার সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রুবাই রজক। বয়স ২২ বছর, বাড়ি রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে সে কিডনির সমস্যায় ভুগছিলেন। এদিন শারীরিক সমস্যায় শ্বাসকষ্ট দেখা দিলে ভোর ৪.৩০ টা নাগাদ নিজে বাইক চালিয়ে এসে ভর্তি হন। ভর্তি হওয়ার পর বেডে শুয়ে দীর্ঘক্ষন ধরে কাতরালেও তাকে অক্সিজেন টুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ জানান মৃত রুবাইয়ের মা বেবি রজক।
হাসপাতালে চিকিৎসার গাফিলতিতেই ছেলের মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন বেবি রজক। এদিকে, ভর্তি হওয়ার পর থেকেই মৃত রুবাইয়ের অক্সিজেনের প্রয়োজন ছিলো বলে জানান অন্যান্য রোগীরাও। এমন ঘটনায় মূহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। ছুটে আসেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুপ কর সহ স্থানীয় নেতৃত্ব।
তাদের দাবি, মুখ্যমন্ত্রী যখন সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা ব্যবস্থা উন্নত করে সুস্থ পরিষেবা দিতে দায়বদ্ধতার কথা বলে দিনরাত পরিশ্রম করেছেন, তখন হাসপাতাল কর্মীদের এই গাফিলতি মেনে নেওয়া যায় না। তদন্ত করে ওদের শাস্তি দিতে হবে। যদিও এই বিষয়ে দায়িত্বে থাকা সিস্টার ইনচার্জ বা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে প্রথমে রাজি না হলেও রোগী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিলেন রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়।
পাশাপাশি এই ঘটনায় যদি কোনো রকম গাফলতি সামনে আসে তাহলে এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে এমএসভিপি জানান।এদিকে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত  তীব্র উত্তেজনা রয়েছে হাসপাতালে।

Leave a Comment