




#রায়গঞ্জঃ মূল উদ্দেশ্য বিশ্ব থেকে মারন রোগ থ্যালাসেমিয়া রোগ নির্মূল করা। সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আগামী ৫ই ফেব্রুয়ারী থেকে কোলকাতার বারাসাত থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে রওনা দেবেন মালদহের ভূমিপুত্র তথা রাজ্য জুড়ে রক্তদান আন্দোলনের পরিচিত নাম আলমগীর খান।


সেই পদযাত্রার শুরুয়াত হিসেবে শনিবার বিকেলে রায়গঞ্জ শহর পরিক্রমা করল একটি শোভাযাত্রা। এদিনের এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন সমাজের বিশিষ্ট মানুষেরা। এরপর মালদার বাসিন্দা আলমগীর বলেন, থ্যালাসেমিয়া একটি মারন রোগ।


এই রোগের ফলে বহু মানুষের মধ্যে রক্ত সংকট তৈরি হয়। তাই সচেতনতা তৈরি করতে এই পদযাত্রায় নেমেছি। এক মাসের এই যাত্রা শেষ হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়, এমনটাই জানালেন আলমগীর।









