News Britant

সামাজিক উদ্যোগ দুই চিকিৎসকের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুরের দুই মানবিক চিকিৎসক  ডাঃ দেবরুপ মন্ডল এবং প্রীতি মন্ডল চিকিৎসা নিয়ে চরম ব্যস্ত থাকলেও সামাজিক কাজে অংশ নেন নিয়মিত। রাতের অন্ধকারে আদিবাসী মহল্লায় তাদের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হলো একাধিক কম্বল। ইসলামপুর ব্লকের গাইসাল সংলগ্ন  গুয়াবাড়ী নামের একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় পৌঁছে একাধিক শীতার্ত মানুষের হাতে তুলে দিলেন এই পরিষেবা।
উল্লেখ্য, চলতি মাসের চরম শীতলতম দিন ছিল আঠাশে জানুয়ারি। এদিন রাতে ওই এলাকায় গিয়ে এই সহায়তা প্রদান করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন ডাঃ প্রীতি। মন্ডল, গোয়ালপোখর নন্দ ঝাড় ছাত্রসমাজের সম্পাদক তথা সমাজকর্মী চন্দন পাল এবং ইসলামপুরের শিক্ষক ও সমাজকর্মী সুশান্ত নন্দী প্রমুখ।

Leave a Comment