




#মালবাজারঃ সামনেই গ্রাম পঞ্চায়েত ভোট। তার আগেই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হচ্ছে সম্মেলন। রবিবার বিকেলে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওদলাবাড়ি চাবাগান এলাকায় অনুষ্ঠিত হল অঞ্চল সম্মেলন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপি গোষ্যামী, মাল ব্লকের বিজেপি নেতা প্রদীপ তির্কী, রাকেস নন্দী, অখিল সরকার,পবন সিং, প্রমুখ।


এদিন গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ থেকে কর্মিরা এই সম্মেলনে উপস্থিত হন। এব্যাপারে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, গতকাল ধুপগুড়িতে জেলা সম্মেলন হয়েছে। আজ ওদলাবাড়িতে অঞ্চল সম্মেলন হলো। এরপর মন্ডল সম্মেলন এবং শক্তি কেন্দ্রের সম্মেলন হবে৷ তিনি বলেন আগামী গ্রাম পঞ্চায়েত ভোটে সাধারন মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারে, তাহলে বিজেপির জয় নিশ্চিত। তৃনমুল নেতাদের এত অহংকারি মনোভাব, যে ভাবে কাটমানি খেয়েছে, যে ভাবে দুর্নিতি করেছে, তাতে সাধারন মানুষ তৃনমুল কে ভোট দেবে না।


চাবাগানের সম্মেলনের সভা মঞ্চে দাঁড়িয়ে বাপি গোষ্যামী বলেন, ডুয়ার্সের পিছিয়ে পড়া বহু জনজাতির বসবাস। তাই যখন আদিবাসী সম্প্রদায়ের দ্রপদী মুর্মুকে যখন বিজেপি রাষ্ট্রপতি জন্য মনোনিত করেছিলো, তখন সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলো। তাই ডুয়ার্সের সব মানুষ শিক্ষা নিয়েছে৷ কোন ভাবেই তারা তৃণমূল, কংগ্রেস, সিপিএম কে ভোট দেবে না। এক মাত্র বিজেপি সব জাতীর মানুষকে নিয়ে চলতে পারে। তাই এবার গ্রাম পঞ্চায়েত ভোটেও বিজেপি ভাল ফল করবে।









