News Britant

ম্যারাথন দিয়ে বেঙ্গল ট্যুরিজম হিমালয়ান কার্নিভালের সূচনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: এবছর বেঙ্গল হিমালায়ন কার্নিভাল হতে চলেছে ডুয়ার্সে। রবিবার সকালে চালসা গোলাইতে ম্যারাথন দৌড় এর মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ১০ বছরের বাচ্চা থেকে ৫৯ বছরের বৃদ্ধরাও এই ম্যারাথনে যোগদান করেন। মোট ৫৮ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মনোবল বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর জ্যোতি ঘোষ তিনিও এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।
চালসা গোলাই থেকে বাতাবাড়ি টুরিস্ট কমপ্লেক্স পর্যন্ত মোট ৫ কিলোমিটার এই ম্যারাথন দৌড় হয়। ম্যারাথন দৌড়, সাইকেলিথন ও শেষে লাটাগুড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজ এই অনুষ্ঠান সম্পূর্ণ হবে। আজ এই ম্যারাথনে প্রথম বিশ্বজিৎ ভক্ত, দ্বিতীয় বিশ্বনাথ রাজপুত, তৃতীয় মুন্ডা।
ডেপুটি ডাইরেক্টর জ্যোতি ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসার সাথে সাথে ডুয়ার্সের পর্যটন ব্যবসার অগ্রগতির জন্য বেঙ্গল হিমালায়ন কার্নিভাল ডুয়ার্সের বিভিন্ন জায়গাকে নিয়ে এবছর করা হচ্ছে।আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর প্রধান দিপক ভুজেল, মেটেলি ট্রাফিক ও সি বিবেক সুব্বা, সমাজ সেবা আশীষ কুন্ডু, মহেন্দ্র প্রধান, পর্যটন ব্যবসায়ী সায়ন চক্রবর্তী, অতুনু ঘোষ প্রমুখ।

Leave a Comment