News Britant

নিয়োগ দূর্নীতিতে হাইকোর্টের নজরে উঠে এলো এক অভিনেত্রীর নাম

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতা: নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নজরে এবার এক অভিনেত্রী। নিয়োগ দূর্নীতিতে এক অভিনেত্রীর নাম প্রকাশ্যে এসেছে বলে জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সোমবার আদালতে বিচার চলাকালীন সময়ে হঠাৎ এক অভিনেত্রীর কথা তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি বললেন, এই অভিনেত্রীকে তিনি দেখতে চান। তাঁর অভিনীত সিনেমাও দেখতে চান। তবে সবার আগে সেই অভিনেত্রীর নাম জানিয়ে ইডিকে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার স্কুলে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বলার সময়ে হঠাত্‍ এক অভিনেত্রীর কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ”নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে। আমি শুনেছি, তিনি না কি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন।”

Leave a Comment