




#মালবাজার: পণ্ডিত হরিশরণ ভরদ্বাজ ও পণ্ডিত সবিন দাহলের তত্ত্বাবধানে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের দেবী মন্দির পুরাণ কমিটির উদ্যোগে সাত দিনব্যাপী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথার আয়োজন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে ভক্তদের পরিবারসহ এই মহাযজ্ঞে অংশগ্রহণ করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে শরীর, মন ও ধন দান করে জীবনকে ধন্য করার জন্য অনুরোধ করা হয়েছে।


আগামী ১লা ফেব্রুয়ারি সকালে কলোসে করে নদী থেকে জল ভর্তি করে গ্রাম প্রদক্ষিণ করা হবে। ভক্তদের জন্য প্রতিদিন পূজা, আরতি, ভজন কীর্তন, কথা, মাহাত্ম্য জ্ঞান, ভান্ডারের আয়োজন করা হবে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে। আয়োজক কমিটির প্রধান ও হনুমান মন্দিরের পুরোহিত বিজয় মিশ্র জানান, ১ ফেব্রুয়ারি থেকে ওয়াশাবাড়ি বাজার লাইনে ৭ দিনব্যাপী পুরাণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


ভাগবত পুরাণকে কেন্দ্র করে গ্রামে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভাগবতকথা অনুসরণ করলে ভক্ত কল্যাণ ও জীবনে সুখ ও শান্তির অভিজ্ঞতা লাভ করে। পণ্ডিত শিব শর্মা জানান, প্রতি বছর ওয়াশাবাড়ি দেবী মন্দির প্রাঙ্গণে দেবী মন্দির পুরাণ সংগঠক কমিটির সৌজন্যে পুরাণ করা হয়।









