



#মালবাজারঃ বন ও বন্যপ্রাণী বিষয়ক সংবাদ প্রকাশের সমস্যা নিয়ে সোমবার সকালে মেটেলির মুর্তিতে সাংবাদিকদের নিয়ে বৈঠক করল খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক। মূলত এদিন আলোচনা হয় বন্যপ্রাণী অথবা বন্যপ্রাণ নিয়ে সংবাদ সংগ্রহ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা সাংবাদিকদের। কিভাবে বনদপ্তরের সাথে সমন্বয় রেখে সংবাদ পরিবেশন করা যায় যাতে বন ও বন্যপ্রাণী রক্ষা এবং এতে সমাজেও যাতে উপকৃত হয় সেই সব নিয়ে একপ্রকার খোলামেলা আলোচনা হয়।
কিভাবে সংবাদ সংগ্রহ করা হবে ইত্যাদি সহ নানা বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। এদিনের বৈঠকে রেঞ্জার সাহেব ছাড়াও ছিলেন মুর্তি বিটের বিট অফিসার রোশন রাই, সাংবাদিকদের পক্ষে ছিলেন অমিত ছেত্রি, রহিদুল ইসলাম, সৈয়দ নিজাম সহ প্রমুখ সাংবাদিকরা।
