News Britant

ইসলামপুরে বিক্ষোভ কৃষক সংগঠনের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সরকারি দামে ধান ক্রয়ের দাবীতে ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের ডেপুটেসেন ও অবস্থান বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজদুর সংগঠন। আজ দুপুরে ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে ধানবোঝাই করে এই ডেপুটেশনে সামিল হন কৃষকরা।
সংগঠনের বক্তব্য,  ধান বিক্রির জন্য প্রায় একাধিক বার তারিখ দিলেও কৃষক বাজারে সরকারি দামে ধান বিক্রি করতে পারেননি কৃষকরা। তাই আজ কৃষকরা মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে করে ধান লোড করে বিক্রি করতে আসেন।
এর আগেও একাধিক বার মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। দাবী পূরন না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের জেলা সম্পাদক দয়াল সিংহ জানিয়েছেন।

Leave a Comment