




#মালবাজার: সোমবার থেকে ওদলাবাড়ির বিভিন্ন প্রাথমিক স্কুল ও আই সি ডিএস সেন্টার এবং ক্লাবে স্কুলে শুরু হয়েছে হাম, রুবেলার টিকা করন কর্মসূচি। লাগাতার পর্যায়ক্রমে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল গুলিতেও টিকা করন চলবে বলে জানাগেছে। সোমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ টি জায়গায় এই টিকাকরন দেওয়ার কাজ চলছে।


ওদলাবাড়ি মোহন স্পোটিং ক্লাব, চেল পাড়া স্কুল, ক্ষুদিরাম পল্লী স্কুল, সভাষপল্লী এবং বর্মন পাড়ায় চলছে এই টিকা দেওয়ার কাছ। স্বাস্থ্য দপ্তরের কর্মি, আশা কর্মি এবং আই সি ডি এস কর্মিরা টিকা দেওয়ার কাজে সহযোগিতা করছে। বিভিন্ন এলাকায় লাইন করে নাম নথীভুক্ত করে স্কুল পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হয়েছে। যারা স্কুলে ভর্তি হয় নি তাদেরও চলছে টিকা দেওয়ার কাজ। এভাবেই বিভিন্ন স্কুলে বিভিন্ন দিনে টিকা করন হবে বলে জানাগেছে।










