News Britant

পথসভা ও পথ অবরোধকে ঘিরে স্তব্ধ চলাচল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার অন্তগত ডালখোলা বাসষ্টান্ডে সারা ভারত কৃষক সভা সিপিআইএমের কমীদের পথসভা, পথ অবরোধ। ডালখোলা বাসষ্টান্ডে সিপিআইএমে কমীদের পথ সভায় উপস্থিত ছিলেন ডালখোলা সিপিআইএম এরিয়া কমিটির সদস্য জিয়ারুল হক। জিয়ারুল হক বলেন, রাসায়নিক সারের কালোবাজারি, দুনীতি, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পথসভা ও এই পথ অবরোধ।

Leave a Comment