News Britant

ঘাস কাটতে গিয়ে হাতির আক্রমণে জখম বৃদ্ধা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: প্রকাশ্য দিনের বেলা বাড়ির পোষ্য গরুর জন্য জঙ্গলের ধারে ঘাস কাটতে গিয়ে বুনো হাতির আক্রমণে জখম হলেন এক বৃদ্ধা। নাম ধনমায়া সারকি (৭০)। বাড়ি চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তিতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ চালসার কাছে মুর্তি নদীর ধারে। স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন সকালে বস্তির অন্যান্য মহিলার সঙ্গে ওই মহিলা জঙ্গলের ধারে ঘাস কাটতে যায়।
সেই সময় এক বুনো দাঁতাল আচমকা তাদের উপর আক্রমণ করে। অন্যান্য মহিলারা পালাতে সক্ষম হলেও ধনমায়া দেবী হাতির নাগালের মধ্যে পড়ে যায়।দাঁতালটি তাকে শুর দিয়ে পেচিয়ে দাঁত দিয়ে আঘাত করে। এরপর হাতি আবার বনে ফিরে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত ডাক্তার রেপুজ আহমেদ খান জানান, মহিলার চিকিৎসা চলছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, ওই এলাকা চাপরামারি বনাঞ্চল লাগোয়া। মাঝেমধ্যে বন থেকে হাতি চলে আসে মানুষের বসতিতে। ওই এলাকার অনেকে ঘাস কাটতে নদী ও বনের ধারে যায়। তবে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি বন বিভাগের সচেতনতা প্রচার দরকার। এভাবে দিনের বেলা হাতি চলে আসা উদ্বেগ জনক।

Leave a Comment