News Britant

কমবে শীতের প্রকোপ, সাথে পরিস্কার আকাশের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ ডেস্কঃ ফেব্রুয়ারী মাসের শুরুতেই কমতে চলেছে উত্তরবঙ্গের শীতের প্রকোপ, সে বিষয়ে মোটামুটিভাবে নিশ্চিত উত্তর বঙ্গের আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুরে উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জানান, আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারী মূলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে।
সেই সঙ্গে উত্তরের ৪ জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারী বৃষ্টির সম্ভাবনা নেই, বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় আগামী ১লা থেকে ৫ই ফেব্রুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।
সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।জলপাইগুড়ি জেলায় আগামী ১লা থেকে ৫ই ফেব্রুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ১লা থেকে ৫ই ফেব্রুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে।
সর্বোচ্চ তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নতুন মাসের শুরুতে শীতের প্রভাব কিছুটা কমার সম্ভাবনা আছে। কুয়াসার হালকা প্রভাব থাকবে। সকাল ও সন্ধ্যা বেলা দৃশ্যমানতা কমবে, গাড়ি চালানোর সময় সাবধান থাকার উপদেশ দেওয়া হছে।

Leave a Comment