






পৌরসভা এলাকার ১৭ টি স্কুল ও ১৮ টা এস এস কে এই খেলায় সামিল হয়েছে। আজ আঞ্চলিক স্তরে খেলা হচ্ছে, এরপর জোনাল স্তর তারপর জেলা স্তর ও শেষে রাজ্য স্তরে খেলবে পড়ুয়ারা। এই ক্রীড়া অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী ও সকল অভিভাবক অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।











