News Britant

আঞ্চলিক স্কুল স্তরের ক্রীড়া প্রতিযোগিতা ইসলামপুরে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: করোনা কালে গত ৩ বছর বন্ধ ছিল বিদ্যালয়গুলির বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান। বর্তমানে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। তারই নিরিখে রাজ্য সরকারের নির্দেশে রাজ্যাের স্কুলগুলিতে চালু হয়েছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা। একই ছবি ইসলামপুরেও। অনুষ্ঠিত হলো ইসলামপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন এস এস কে ও প্রাইমারি স্কুলের আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা।
পৌরসভা এলাকার ১৭ টি স্কুল ও ১৮ টা এস এস কে এই খেলায় সামিল হয়েছে। আজ আঞ্চলিক স্তরে খেলা হচ্ছে, এরপর জোনাল স্তর তারপর জেলা স্তর ও শেষে রাজ্য স্তরে খেলবে পড়ুয়ারা। এই ক্রীড়া অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী ও সকল অভিভাবক অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Leave a Comment