



#মালবাজার: নেশার টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মা’কে লাঠি ও পাথর দিয়ে পিটিয়ে খুন করলো নেশাগ্রস্ত এক ছেলে। মঙ্গলবার দুফুর নাগাদ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চাবাগানের বন্ধনা শ্রমিক মহল্লায়। মৃতার নাম এতোয়ারি ওঁরাও (৭০)। ঘাতক ছেলের নাম রাজু ওঁরাও (৩৮)। ঘাতক ছেলেকে মেটেলি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মা’য়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


স্থানীয় শ্রমিকদের সুত্রে জানাগেছে, মৃত বৃদ্ধা তার বড় পুত্রের সঙ্গে শ্রমিক মহল্লার আবাসনে থাকতেন। ঘাতক পুত্র রাজু তার দিদির সঙ্গে থাকলেও কিছুদিন যাবৎ মা ও দাদার সঙ্গে থাকতো। ওই এলাকার পঞ্চায়েত সদস্য সুমন মুন্ডা জানান, ঘটনার সময় আমি ছিলাম না। খবর পেয়ে এসে শুনি রাজু তার মা’কে পিটিয়ে খুন করেছে। আমি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে। ছেলেটা মদ গাজা সহ বিভিন্ন নেশা করতো। টাকার জন্যে মা’কে বিরক্ত করতো। আজও নেশার টাকা না পেয়ে পাথর ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে।


চাবাগানের বাসিন্দা নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা বলেন, শুনেছি নিজের মা’কে ছেলে পিটিয়ে খুন করেছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। বাস্তবে আমরা আমাদের সন্তানদের ঠিক মতো মানুষ করতে পারিনি। যার জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাবাগানে শোকের ছাঁয়া নেমে আসে।









