




#ইসলামপুর: অবশেষে দাবী পূরন হল গ্রামবাসীদের। ইসলামপুর শহরের সতীপুকুরে বিকল ইসলামপুরে বৈদ্যুতিক শ্মশান চুল্লীকে নতুন ভাবে উদবোধন করা হল। আজ এই শ্মশানচুল্লীর উদবোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। এদিন ফিতে কেটে এই প্রকল্পের উদবোধন করেন তিনি। তিনি বলেন, এখানে ২ টি শ্মশানচুল্লী রয়েছে। যেখানে মেকানিক্যাল ডিফেক্ট ছিল।


বিদ্যুৎ বিল নিয়েও তৈরী হয়েছিল সমস্যা। অবশেষে পৌরসভার পক্ষ থেকে তা নতুন ভাবে সংস্কার করা হয়। বর্তমানে একটি করে শ্মশান চুল্লী পালা করে চালু রাখা হবে। যাতে আগামীতে কোনো সমস্যা না হয়। প্রসঙ্গতঃ এই শ্মশানের উপরে এলাকার কয়েকহাজার মানুষ নির্ভর করে থাকেন। সেক্ষেত্রে এতদিন বৈদ্যুতিন চুল্লীটি বিকল হয়ে থাকায় বাড়ছিল চাপ। অবশেষে নিরসন হল সমস্যার।











