



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দীর্ঘ করোনা আবহে ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে গিয়েছিল কচিকাঁচাদের ক্রীড়া প্রতিযোগিতা। আবারও রাজ্য জুড়ে শুরু হয়েছে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। এরপর জোনাল, জেলা ও রাজ্য পর্যায়ের আসরও বসবে। মাঠে আবারও নেমেছে কচিকাঁচারা, মাঠে উজ্জ্বল হয়ে আলো জ্বালিয়েছে তারা। উত্তর দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বিভিন্ন স্কুল গুলোর অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা।


বুধবার দুপুরে এমনই এক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রায়গঞ্জ ১ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক, এসএসকে সহ প্রাথমিক স্তরের স্কুল গুলোকে নিয়ে। ওই অঞ্চলের অন্যতম ক্রীড়া সম্পাদক পিয়ালী রক্ষিত বলেন, এদিন রায়গঞ্জ কর্ণজোড়ার এম টাইপ মাঠে এই ১ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৭টি প্রাথমিক শ্রেণির পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪২০জন খুদে পড়ুয়ারা অংশ নেয়।


দীর্ঘদিন পরে মাঠে নেমে ওরা বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওই অঞ্চল কমিটির আরেক ক্রীড়া সম্পাদক সুমম্ত পোদ্দার বলেন,এদিন সকালে রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্ভুক্ত ১ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পড়ুয়ারা ৩৪ বিষয়ে অংশ নিয়েছিল।


ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়গঞ্জ পূর্ব চক্রের এস আই রাকেশ দেবনাথ, সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা। পিয়ালী দেবী আরও জানান, আগামীতে এই প্রতিযোগিতার সেরা ছেলেমেয়েরা উচ্চতর পর্যায়ে খেলার সুযোগ পাবে।







