News Britant

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের সহয়তা রায়গঞ্জ সহ রাজ্যের ৭ বিশ্ববিদ্যালয়কে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আবারও কেন্দ্রীয় সহয়তা পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবার সহয়তা এল কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বার্ষিক ১৮ লক্ষ টাকা মূল্যের এই সহয়তার খবর বিশ্ববিদ্যালয়ে এসে পৌছাতেই খুশির হাওয়া ছড়িয়েছে পড়ুয়া ও গবেষক সহ অধ্যাপকদের মধ্যে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ৩ বছর আগে কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রণালয়ের কাছে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক প্রোগ্রামের জন্য আবেদন করা হয়েছিল।
তার প্রেক্ষিতেই রাজ্যের যে ৭ টি বিশ্ববিদ্যালয়কে এই সুবিধা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এতে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সহ আই আই টির পড়ুয়া ও গবেষকদের সাথে একযোগে কাজ করার সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক ও অধ্যাপকেরা। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার বলেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট আনন্দের খবর। সামনেই বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠা দিবস।
তার আগে এই সহয়তা আমাদেরকে এগিয়ে দেবে। তিনি জানান, এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় পাবে বার্ষিক ১৩ লক্ষ টাকার ১ জিগাবাইটের হাই স্পিড ইন্টারনেট সার্ভিস। এতে বিএসএনএল পরিষেবা দেবে। রাজ্যের যে ৭টি বিশ্ববিদ্যালয় এই সহয়তা পেতে চলেছে, তারা হল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়,  সিঁধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়, ও দি ওয়েষ্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং এন্ড এ্যাডমিনিষ্ট্রেশন।

Leave a Comment