




#মালবাজার: ডুয়ার্স এর মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা সিনক্লিয়ার হোটেল ভিউ পয়েন্টে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটলো একটি মালবাহী ট্রাকে। বৃহস্পতিবার সকালে ৬:৩০ নাগাদ চালসা ভিউ পয়েন্টে ঘটনাটি ঘটেছে। জানা যায় গাড়িটি বীরপাড়া থেকে ডুয়ার্স এর মেটেলির দিকে সিমেন্ট নিয়ে যাবার সময় হটাৎই গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়।


গাড়ির চালক অজিত তামাং কোনোরকমে প্রাণে বাঁচেন। ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ ও মালবাজার দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক বলেন, “চালসা থেকে মেটেলিতে ওঠার সময় গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। কি কারণে লেগেছে বুজতে পারছিনা। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে আমি গাড়ি থেকে নিচে নেমে পরি”। কুয়াশাচ্ছন্ন সকালে গাড়িতে আগুন লাগার ঘটনায় সমগ্ৰ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ছোট, বড় গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এমনকি বন্ধ গাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটে বাতাবাড়ি এলাকায়। কি কারণে আগুন ধরে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। বিষয়টি নিয়ে তদন্তের দাবী করেছে অনেকে।









