News Britant

কৈলাস স্কুলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরের উপকন্ঠে অবস্থিত ৪র্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর মাঠে অনুষ্ঠিত হল দেবীনগর কৈলাস চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের এবছরের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। দীর্ঘ ২বছরের করোনা আবহ সরিয়ে এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল স্কুলের বহু পড়ুয়া। দৌড়, লম্ফন, বর্শা  নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ সহ ৪০টি ইভেন্টে অংশ নিয়েছিল স্কুলের ছেলে ও মেয়েরা।
উদ্বোধনী সংগীত ও পতাকা উত্তোলনের পর স্কুলের এনসিসি ক্যাডেটরা মার্চপাষ্টে অংশ নেয়। উৎসবের মেজাজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলেও পরবর্তীতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। এই ক্রীড়ার সেরারা আগামী দিনে জোনাল পর্যায়ের আসরে অংশ নেবে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক ড. উৎপল দত্ত।

Leave a Comment