News Britant

হাটখোলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: বৃহস্পতিবার সকালে মাল ব্লকের ওদলাবাড়ি হাটখোলায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানিয় ব্যাবসায়ীরা হাটের সেডের নিচে ওই ব্যাক্তির মৃতদেহ দেখতে পেয়ে মালবাজার পুলিশ কে খবর দেয়।  স্থানিয়দের বক্তব্য প্রচন্ড ঠান্ডায় মৃত্যু হয়েছে ওই ভবঘুরের। এলাকার ব্যাবসায়ী সঙ্কু শীল বলেন, এই  ব্যাক্তি প্রতিবন্ধী ছিলো।
হুইল চেয়ারেই বিভিন্ন জায়গায় ঘুরে ভিক্ষা করতো। রাতে হাটখোলার সেডের নিচেই থাকতো। গতকাল রাত থেকেই প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা ছিলো মালবাজার মহকুমা জুরে। সম্ভবত প্রচন্ড ঠান্ডার কারনে মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। মালবাজার পুলিকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

Leave a Comment