News Britant

বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক পাড়ি দিলেন না ফেরার দেশে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক ও ২০২১ সালে চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী ছিলেন শাহীন আখতার (৫১)। তার বাড়ি চোপড়া ঝাড়বাড়ি এলাকায়। তার মৃত্যুতে শোকাহত গোটা এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্বরা।
বুধবার রাতে ইসলামপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সম্পাদক শাহীন আকতার। তাকে অসুস্থ অবস্থায়  শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বিজেপি নেতা শাহীন আকতার কে। বৃহস্পতিবার সকালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ নিয়ে আসা হলে তাকে শেষ বারের মতো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে। অন্যদিকে বিজেপি নেতা শাহীন আকতারের মৃত্যুতে শোক প্রকাশ করেন চোপড়া ব্লকের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা।

Leave a Comment