




#ইসলামপুর: শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে যখন সারা রাজ্য তোলপাড়,ঠিক তখনই আবার সরকারি স্কুলে বেসরকারি এজেন্সির মাধ্যমে শিক্ষক নিয়োগের ঘটনা সামনে এসেছে। আর এই জেরে হইচই পড়ে গিয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার। জানা গিয়েছে, চোপড়া ব্লকের একাধিক স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে।


ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেই সব শিক্ষকদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে বলে মহকুমা অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের আধিকারিক প্রবাল রঞ্জন সাঁতরা নিজেই জানিয়েছেন। প্রশ্ন উঠছে, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কিভাবে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হল? কারা রয়েছে এর পিছনে? তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা।


অন্যদিকে, চোপড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রশান্ত বসাক জানিয়েছেন, তিনজন শিক্ষক নিযুক্ত হয়েছেন তাঁর স্কুলে। শিশু উদ্যান ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদেরকে নিয়োগ পত্র দিয়েছিল। সেই নিয়োগ পত্র নিয়ে স্কুলে কমপিউটার ট্রেনি হিসাবে এসেছিলেন তাঁরা। জেলা শিক্ষা দপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর তাদেরকে স্কুলে আসার জন্য বারণ করা হয়েছে বলে জানান তিনি।









